
"কন্যা" গানে উৎসবের আমেজে দর্শককে মুগ্ধ করলো সজল-ফারিয়া
ঈদের ছবির তালিকায় 'বরবাদ', 'জংলি' ও 'দাগি'র সাথে অনেক আগেই যুক্ত হয়েছে 'জ্বীন ৩'। ছবির পোস্টার নজর না কাড়লেও গান "কন্যা" দর্শককে আকৃষ্ট করার পাশাপাশি মন মাতালো।
ঈদে হরর ছবি মুক্তির ট্রেন্ড বজায় রেখে জাজ মাল্টিমিডিয়া মুক্তি দিতে যাচ্ছে ‘জ্বীন ৩'।গত বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এগারোটি সিনেমার মধ্যে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মোনা: জ্বীন টু' ছিল অন্যতম এবং নির্মাণ সংশ্লিষ্টদের মতে, মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল এই হরর থ্রিলার সিনেমাটি। আর তাই ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’-এর সফলতার ধারা অনুসরণ করে আসন্ন ঈদুল ফিতরে আসছে এই সিনেমার সিক্যুয়েল।
জাজ মাল্টিমিডিয়া ছবির প্রচারণায় শুরুতে দুটি পোস্টার প্রকাশ করেছে যা কিনা দর্শককে সেভাবে আকর্ষণ করতে পারেনি।ছবির প্রকাশিত পোস্টার দেখে নেটদুনিয়ায় উঠেছে হাসির রোল।তবে ছবির প্রথম গান "কন্যা" সমাজমাধ্যমে প্রকাশ পেতেই সকলের মন কেড়ে নিল।
ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে ১৭ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত হয়েছে গানটি। রঙ্গিন আবহে উৎসবের আমেজ ছড়াচ্ছে ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গানটি। পুরো গানে প্রথমবারের মতো বড় পর্দায় জুটিবদ্ধ হওয়া সজল-ফারিয়ার ভালোবাসাময় উপস্থিতি নেটিজেনদের ভালোলাগায় আচ্ছন্ন করেছে।
পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল— এমন মিষ্টি কথায় ‘কন্যা’ শিরোনামে গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।আর কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
জমজমাট এই গানটিতে রঙের আধিক্য ও দৃশ্যায়নে উৎসবের ছাপে জাঁকজমক করে তুলেছে চারপাশ।
নূর সজল ও নুসরাত ফারিয়ার পোশাকেও দেখা গেছে রঙের ছড়াছড়ি। সজলের পরনে সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়না, অন্যদিকে ফারিয়া সুসজ্জিত সিঁদুর লাল শাড়ি ও ঝলমলে গহনায়।
"কন্যা" গানটি দেখেই দর্শকেরা বলছেন, এবার ঈদে কন্যা গানটি উৎসবের আমেজ তৈরি করবে। নেটিজেনরা গানে সজল- ফারিয়ার রসায়নে ভীষণভাবে মুগ্ধ। অনেকে আবার দেব- ইধিকা জুটির উপর চিত্রায়িত ওপার বাংলার জনপ্রিয় গান "কিশোরী"র আমেজের সাথে "কন্যা"র মিল খুঁজে পেয়েছে।
গান প্রসঙ্গে "জ্বীন ৩"র নায়ক আব্দুন নূর সজল বলেন, "এই ছবির ‘কন্যা’ গানটি আমার ভীষণ প্রিয়। এত সুন্দর কথা, সুর, গায়কী সব কিছু। অন্য রকম একটা আমেজ আছে এর মধ্যে।"এদিকে গানটি দর্শকমনকে এতোটাই আন্দোলিত করেছে যে মাত্র ২২ ঘন্টায় গানটির ভিউ দাঁড়িয়েছে ১ লক্ষ ৯২ হাজার।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় ভৌতিক এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুন সজল। জাজের কর্ণধার আব্দুল আজিজ সিনেমা সম্পর্কে জানান, ‘জ্বীন ২’-এর মত এই ছবিটিও বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জ্বীন ২ একটি মেয়ের (মোনা) গল্প নিয়ে তৈরি করা হয়েছিল। তবে এবারের গল্প সুমন নামের একটি ছেলেকে নিয়ে এগিয়েছে।’
'জ্বীন ৩' সিনেমায় সজল ও নুসরাত ফারিয়া ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা, ইকরা, হারুন, মিনু, জেসমিন, ইমরান হাসু, আমিন সরকার, স্বর্ণা ও সাকিব।
'জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গত বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় কিস্তি ‘মোনা: জ্বীন-২’। এবার ঈদুল ফিতরে আসছে ‘জ্বীন ৩’।
Burnabeenews
সর্বাধিক পঠিত
Loading...